খেলাধূলা ডেস্ক
দুয়ারে কড়া নাড়ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। আজ বৃহস্পতিবার চূড়ান্ত হয়ে গেলো সিরিজটির সূচিও। এই সিরিজের ওয়ানডেগুলো হবে চট্টগ্রামে, আর ঢাকায় হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচদুটো। সম্প্রতি এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
সেখানে দেখা যায় আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। উল্লেখ্য, ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ। এরপর ঢাকায় হবে টি-টোয়েন্টির দ্বৈরথ।
আরও জানা গেছে, ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বেলা ১১টায়। আর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে বিকেল তিনটা থেকে।
এই সিরিজে খেলতে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে আফগান দল। এরপর সিলেটে চলবে তাদের কন্ডিশনিং ক্যাম্প, যদিও সেখানে কোনো ম্যাচ থাকছে না এই সিরিজের। আর বাংলাদেশ নিজেদের স্কোয়াড ঘোষণা করবে আগামী ১৫-১৭ ফেব্রুয়ারির মধ্যে।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি
ওয়ানডে সিরিজ
ম্যাচ | তারিখ | ভেন্যু | সময় |
প্রথম ওয়ানডে | ২৩ ফেব্রুয়ারি | চট্টগ্রাম | বেলা ১১টা |
দ্বিতীয় ওয়ানডে | ২৫ ফেব্রুয়ারি | চট্টগ্রাম | বেলা ১১টা |
তৃতীয় ওয়ানডে | ২৮ ফেব্রুয়ারি | চট্টগ্রাম | বেলা ১১টা |
টি-টোয়েন্টি সিরিজ
ম্যাচ | তারিখ | ভেন্যু | সময় |
প্রথম টি-টোয়েন্টি | ৩ মার্চ | ঢাকা | বিকেল ৩টা |
দ্বিতীয় টি-টোয়েন্টি | ৫ মার্চ | ঢাকা | বিকেল ৩টা |
Discussion about this post