নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ও স্নাতকোত্তর উইন্টার-২০২১ টার্মে ভর্তি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কৃষির উন্নয়ন, গবেষণা ও সম্প্রসারণে কৃষিবিদদের গুরুত্ব অপরিসীম।
তিনি বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় শুধু বর্তমান কৃষির চ্যালেঞ্জ নিয়েই গবেষণা করছে না, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তোমরা ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। দেশের প্রতি তোমাদের দায়বদ্ধতা রয়েছে। দেশের কাজে, দেশের মানুষের কাজে সবসময় উৎসাহ-উদ্দীপনা নিয়ে এগিয়ে আসবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় নেতৃত্ব দেবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্ত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক তোফায়েল আহমেদ, রেজিস্ট্রার সিরাজুল ইসলাম তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ডিন, প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, পরিচালক, গ্রন্থাগার প্রধান ও অভিভাবকরা অংশ নেন।
Discussion about this post