খেলাধূলা ডেস্ক
কোমরের ইনজুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপেই ছিটকে যান মোহাম্মদ সাইফউদ্দিন। পুরোপুরি সুস্থ না হওয়াতে বিপিএলেও মাঠের বাইরে থাকতে হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এবার লন্ডন যেতে হলো এই বোলিং অলরাউন্ডারকে।
মূলত কোমরের হাড়ে চিড় ধরার কারণেই সাইফকে বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে আসতে হয়েছিল। একই ইনজুরির কারণে ঘরোয়া ক্রিকেটেও খেলা হয়নি। বিসিএলের পর থাকতে পারেননি বিপিএলেও! তাই শারীরিকভাবে সুস্থ হতে লন্ডনে যাচ্ছেন। গতকাল রাত ১০টার ফ্লাইটে লন্ডনের উদ্দেশে বিমানে চড়েন তিনি।
লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো হবে তাকে। কিছুদিন আগে লন্ডনের ফর্টিয়াস ক্লিনিকে ফাস্ট বোলার হাসান মাহমুদকেও দেখানো হয়েছিল। তার চিকিৎসা করেছেন বিশেষজ্ঞ ড্যামিয়েন ফাই। একই চিকিৎসক সাইফউদ্দিনকেও দেখবেন।
যদিও আফগানিস্তান সিরিজে তার ফেরার সম্ভাবনা খুব নেই বললেই চলে।
আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। তার আগে সাইফউদ্দিন কতটুকু ফিট হয়ে উঠবেন তাই দেখার বিষয়।
বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন জানিয়েছেন, ‘সাইফউদ্দিন লন্ডনে ডাক্তার দেখিয়ে ৭ ফেব্রুয়ারি দেশে ফিরবে।’
এদিকে পিঠের চোটে ভোগা পেসার হাসান মাহমুদ এখন সম্পূর্ণ সুস্থ। দেশে ফিরে তিনি বলেন, ‘আমি এখন সুস্থ। বোলিংয়ে ফিরতে পারব।’
Discussion about this post