নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা আত্মহত্যা রুখতে শপথ নিয়েছেন। একটি হতাশামুক্ত ভবিষ্যৎ প্রজন্ম গঠনের লক্ষ্য আঁচল ফাউন্ডেশন এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারম্যান তাওহিদা জাহান।
আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) ঢাবির টিএসসি রাজু ভাস্কর্যের সামনে আত্মহত্যা রুখতে একটি ক্যাম্পেইন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনটির প্রতিপাদ্য বিষয় হলো ‘আত্মহত্যা রোধে করণীয় সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা’। অনুষ্ঠানে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীরা ‘জীবন এতো তুচ্ছ নয়, আমরা আনবো সূর্যোদয়’, ‘আজকে যদি ছেড়ে দেই, কালকের গল্প লিখবে কে?’সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এস এম আমানউল্লাহ, যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপারসন তাওহিদা জাহান, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ, সাধারণ সম্পাদক সামিরা আক্তার সিয়াম এবং অপারেশনাল সেক্রেটারি জিনাতুল জাহরা ঐশী।
শপথ প্রদানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারম্যান তাওহীদা জাহান বলেন, প্রতিটি মানুষেরই শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। মনের যত্ন নেওয়ার বিকল্প নেই। এই কাজটি আমাদের করার কথা ছিল, কিন্তু আমাদের সমাজের তরুণরা এর গুরুত্ব উপলব্ধি করে এই উদ্যোগটি গ্রহণ করেছে। এ ধরনের গবেষণা ও উদ্যোগ আরও বেশি বেশি নেওয়া উচিত।
আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ বলেন, আমরা দেখছি আত্মহত্যার হার ধারাবাহিকভাবে বেড়েই চলছে। করোনার প্রভাবের পাশাপাশি আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন হওয়ায় মানুষের মাঝে বিভিন্ন ধরনের নতুন নতুন সমস্যা তৈরি হয়েছে। এর ফলেই আত্মহত্যা সংখ্যায় এ পরিবর্তন হয়েছে বলে আমরা মনে করি। আত্মহত্যা রোধ করতে অন্যদের পাশাপাশি তরুণদেরও ভূমিকা পালন করতে হবে।
Discussion about this post