শিক্ষার আলো ডেস্ক
২০২২-২৩ শিক্ষাবের্ষে স্নাতক প্রোগ্রামে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে অধ্যয়নের সুযোগ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের সেক্রেট হার্ট বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বে সকল শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন চলমান রয়েছে।
বৃত্তিটি ফুলটাইম অধ্যয়ন ইচ্ছুক শিক্ষার্থীদের দেয়া হবে। স্কলারশিপটির আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়াই ৪ বছর অধ্যয়নে সুযোগ পাবেন। একাডেমিকে ভালো জিপিএ ধারীরা অগ্রধিকারের ভিত্তিতে প্রাধান্য পাবেন। সীমিত আসনের এ স্কলারশিপটি মূলত উচ্চ রেজাল্ট অর্জনকারী শিক্ষার্থীরা গুরুত্ব পাবে। বৃত্তিটির অর্থমূল্য রয়েছে ৭ লাখ থেকে ১৫ লাখ টাকা।
সুযোগ-সুবিধা:
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* শিক্ষার্থী উপবৃত্তি হিসেবে সাড়ে ৮ হাজার ডলার পাবেন। বাংলাদেশী টাকায় যার পরিমান ৭ লাখের অধিক।
* একাডেমিকের ফলের উপর ভিত্তি করে বৃত্তিটির অর্থ পরিমান আরও বাড়ে ১৭ হাজার ডলার হবে।
*আবাসন সুবিধা প্রদান করা হবে।
*স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা প্রদান করা হবে।
যোগ্যতা:
*যেকোন দেশের শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন
* আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল থাকতে হবে।
*বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
*ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএসে ৬.৫ ও টোফেলে ৮০ স্কোর তুলতে হবে।
আবেদনে যা লাগবে:
* আবেদনকারীর সিভি।
* আবেদনকারীর পাসপোর্ট
* রেফারেন্স লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* স্টেটমেন্ট অব পারপাজ।
* রিসার্চ প্রপোজাল।
আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে এখানে ক্লিক করুন।
Discussion about this post