নিজস্ব প্রতিবেদক
কওমি মাদ্রাসার শিক্ষার্থী ও পথশিশুদের আগামীকাল( ৬ জানুয়ারি ) টিকা দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত বছরের পহেলা নভেম্বর ঢাকায় ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু হয়। পরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহে ঘোষণা দেয়া হয় যে, দেশজুড়ে ১২ থেকে ১৭ বছর বয়সী সব শিক্ষার্থীকে অন্তত এক ডোজ টিকা দেয়ার কাজ সম্পন্ন করা হবে।
প্রাথমিকভাবে বাংলাদেশের ঢাকার ১২টি কেন্দ্রে এই স্কুলের শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যবস্থা করা হয়েছিল। পরে চলতি বছরের জানুয়ারিতে সেটি আরো বাড়ানো হয়। তবে শিশু শ্রমিক ও পথশিশুরা এই কার্যক্রমের বাইরে ছিল।
Discussion about this post