শিক্ষার আলো ডেস্ক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়ে কর্মস্থলে যোগদান করেছেন প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী। রোববার (৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে রেজিস্ট্রার দফতরে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী শিক্ষাজীবনে বিএসসি ইঞ্জিনিয়ার (সিভিল) ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি কর্মজীবনে সড়ক ও জনপথ অধিদফতরে প্রকৌশলী, ইউএনডিবিতে সিভিল ইঞ্জিনিয়ারি স্পেশালিস্ট, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬ বছর ধরে প্রধান প্রকৌশলী এবং পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশ ও বিদেশে তিনি বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
প্রসঙ্গত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামালের নিয়োগের মেয়াদ গত ৫ জানুয়ারি ২০২২ তারিখে শেষ হওয়ায় সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৪তম সভায় প্রকৌশলী মো. আলমগীর চৌধুরীকে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়।
Discussion about this post