খেলাধূলা ডেস্ক
ফরাসি কাপ থেকে বিদায়ের পর লিগ ওয়ানে স্বরূপে ফিরলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রোববার রাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিলের জালে গুনে গুনে পাঁচ গোল দিয়েছেন লিওনেল মেসিরা।
প্রতিপক্ষের মাঠে গোল উৎসবে মেতে উঠা ম্যাচে ৫-১ ব্যবধানের বিশাল জয় তুলে নিয়েছে পিএসজি। মেসি পেয়েছেন গোল, একটি গোলে রেখেছেন অবদান। জোড়া গোল করেছেন দানিলো পেরেইরা। এছাড়া একটি করে গোল করেন কিলিয়ান এমবাপে ও প্রেসনেল কিম্পেম্বে।
দশ মিনিটেই লিলের গোলরক্ষকের ভুলে পিএসজিকে এগিয়ে নেন দানিলো পেরেইরা। ২৮ মিনিটে লিলেকে সমতায় ফেরান ভেন বোতম্যান। ডি মারিয়াকে কাটিয়ে গোললাইন থেকে বোতম্যানের উদ্দেশ্যে বল বাড়ান ভেন আরফা। সেখান থেকে বোতম্যানের শট গোলরক্ষক দোন্নারুম্মার ঝাপিয়ে রক্ষার করার চেষ্টা করলেও নাগাল না পেলে বল জালে জড়ায়।
৩২ মিনিটে আবারো এগিয়ে যায় পিএসজি। লিওনেল মেসির বাকানো কর্নারে বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করে কিমপেম্বে। ৩৮ মিনিটে পিএসজিকে তৃতীয় গোল এনে দেন লিওনেল মেসি। বাম দিক থেকে বল নিয়ে বক্সে ঢুকার চেষ্টা করেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু লিলের দুই ডিফেন্ডার মিলে তার কাছ থেকে বল কেড়ে নিয়ে ক্লিয়ার করতে গিয়ে তুলে দেন মেসির পায়ে। বক্সের ভেতরে ঢুকে গোলরক্ষকের মাথার উপর দিয়ে চিপ শটে বল জালে জড়িয়ে নতুন বছরের প্রথম গোলের দেখা পান এই আর্জেন্টাইন তারকা। গোল করার আগে সতীর্থকে দিয়ে একটি গোলও করিয়েছেন মেসি। এ নিয়ে পিএসজির হয়ে ষষ্ঠ গোল করলেন তিনি।
প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থাকে পিএসজি। বিরতি থেকে ফিরে আরো আক্রমণাত্মক মেসি-এমবাপ্পেরা। গোলও আদায় করে নেয় দ্রুত। ৫১ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন মিডফিল্ডার দানিলো পেরেইরা। লিওনারদো পারেদেসের বাড়ানো বল এজ অফ দ্যা বক্স থেকে গতির শটে লক্ষ্যভেদ করান এই মিডফিল্ডার। ৬৭ মিনিটে পিএসজিকে পঞ্চম গোল এনে দেন কিলিয়ান এমবাপ্পে। মার্কো ভেরাত্তির বাড়ানো পাস বক্সের ভেতর থেকে নেওয়া শটে গোল করেন এই ফরাসি ফুটবলার।
প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল পেতে পারতেন মেসি। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে তার ফ্রি-কিক ক্রসবারে লাগে। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় গোল তুলে নেন পেরেইরা।
এই গোলেও মেসির অবদান ছিল। তার শট প্রথমে ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক। তবে লেয়ান্দ্রো পারেদেসের কাছ থেকে বল পেয়ে পেরেইরার শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে জালে জড়ায়।
মেসি তার পিএসজি ক্যারিয়ারে অন্যতম সেরা একটি ম্যাচ খেললেন। এদিন দারুণ উজ্জীবিত দেখা গেল সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে। সঙ্গে লিলের গোলরক্ষকের ভুলে ১৩ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান পোক্ত করলো পিএসজি। লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে মার্শেই।
Discussion about this post