বিনোদন ডেস্ক
এক জন্মে কি আর মানুষের সব চাওয়া পূরণ হয়? সম্ভবত হয় না। সে কারণেই অনেকে চান আবার তার পুনর্জন্ম হোক। পরজন্মে আবারও নিজ রূপেই ফিরতে চান ছেড়ে যাওয়া সেই চেনা ঘরে। সেই চেনা সংসারে। আগের জীবনে যা ছিল অধরা, তা পরিপূর্ণভাবে পাবেন বলে অনেকের বিশ্বাস। তবে এখানেই ব্যতিক্রম ছিলেন লতা মঙ্গেশকর।
নিজেকে আড়ালে রাখতে পছন্দ করতেন। খুব কম মানুষের কাছে মুখ খুলতেন। তার মধ্যেই জাভেদ আখতারকে দেওয়া এক অন্তরঙ্গ সাক্ষাৎকারে নিজের শেষ ইচ্ছা জানিয়েছিলেন সুরসম্রাজ্ঞী। জাভেদ জানতে চেয়েছিলেন, পরের জন্মে কী হতে চান লতা? বিষণ্ণ হাসি হেসে বলে ফেলেছিলেন কিংবদন্তি গায়িকা, ‘আর যেন জন্মাতে না হয়। যদি জন্মাতেই হয়, তা হলে অন্য কিছু হব। লতা মঙ্গেশকর হয়ে যেন আর না জন্মাই।’
লতা-জাভেদের সেই সাক্ষাৎকারের ভিডিও কিংবদন্তি গায়িকার প্রয়াণের পর ভাইরাল হয়েছে। যা দেখে মানুষ হতবাক! লতা নাকি দেবাংশী! সুরের দেবী সরস্বতীর শরীর থেকে ঠিকরে আসা এক টুকরো আলো। বাস্তবে তিনি কি সুখী ছিলেন না? গানের সাত সুর তার বশে আজীবন। পুরুষশাসিত সমাজে তিনি ‘একা নারী’ উলটপুরাণ ঘটিয়েছেন খ্যাতির চূড়ায় উঠে। তারপরও কি কারণে তার এ ইচ্ছা?
তারও ছোট্ট জবাব রয়েছে ভিডিওটিতেই। তখনও হাসিমুখ গায়িকার। কেবল কণ্ঠে ঝরেছে আক্ষেপ। তার দাবি, ‘লতা মঙ্গেশকর হতে গিয়ে বা হওয়ার পর আমায় যে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে, সে শুধু আমিই জানি।’
Discussion about this post