শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) অনুষ্ঠিত হয়েছে সাহিত্য উৎসব প্রতিযোগিতা। এ উপলক্ষে সোমবার (৭ ফেব্রুয়ারি) বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিইউপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
সাহিত্য উৎসব প্রতিযোগিতার আয়োজন করে বিইউপির ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্সের (এফএএসএস) ইংরেজি বিভাগের অধীনে পরিচালিত বিইউপি লিটারেচার অ্যান্ড ড্রামা ক্লাব।
৩ ফেব্রুয়ারি এ প্রতিযোগিতা শুরু হয়। এ আয়োজনের উদ্দেশ্য হলো সাহিত্যানুরাগী শিক্ষার্থীর চিন্তা শক্তির বিকাশ ও সৃজনশীলতা সৃষ্টির লক্ষ্যে একটি প্লাটফর্ম তৈরি করা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবারের আয়োজনে ১১টি আলাদা বিভাগে দেশের ৩৫টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৫০০ প্রতিযোগী অংশ নেন। বিভাগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- পপ কুইজ, লিটারেচার কুইজ, আবৃতি, পেইন্টিং, ডিজিটাল আর্ট, ফটোগ্রাফি, শর্ট ফিল্ম ইত্যাদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. মোহসীন রেজা।
সমাপনী অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post