শিক্ষার আলো ডেস্ক
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন আকস্মিকভাবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করেছেন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি হলের ডাইনিং রুম পরিদর্শন করেন এবং রান্না করা খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি হলের ডাইনিং পরিচালনাকারী শিক্ষার্থীদের ডেকে কথা বলেন এবং খাবারের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। খাবারের মান যেন সবসময় সন্তোষজনক থাকে সে বিষয়েও নির্দেশনা দেন তিনি। হল পরিদর্শনকালে উপাচার্য হলের চলমান উন্নয়নমূলক কাজও ঘুরে দেখেন।
পরে উপাচার্য অন্যান্য হলগুলোও পরিদর্শন করেন। এ সময় তিনি রান্না ঘর, ডাইনিং ও ক্যান্টিন ঘুরে দেখেন। উপাচার্য হলের খোঁজ-খবর নেন এবং শিগগিরই নতুন রান্না ঘর তৈরির পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি হলের আশপাশের পরিবেশ উন্নয়ন ও পর্যায়ক্রমে হলের অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।
হল পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. সালমা বেগম, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. ইকবাল হোসেন, উভয় হলের সহকারী প্রভোস্টরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Discussion about this post