নিজস্ব প্রতিবেদক
নগরীর প্রফেশনাল কোর্স পরিচালনাকারী শিক্ষাপ্রতিষ্ঠান বিথম কলেজ অব প্রফেশনালস- এ ২০২২ সালের চলতি সেশনে ভর্তি হওয়া FOUNDATION, UNDERGRADUATE & POSTGRADUATE ও IELTS & SPOKEN ENGLISH কোর্স এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রোগ্রামে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী মোয়াজ্জেম হোসেন।ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের প্রভাষক রেফায়া তাসকিন শ্যামা, বিজনেস বিভাগের প্রভাষক তাসনিয়া হক, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. জিয়াউদ্দিন নয়ন এবং IELTS & Spoken English Coordinator রায়হানুল ইসলাম।বক্তাগণ শিক্ষার্থীদের কোর্সমূহের সিলেবাস, পাঠ্যসূচীসহ বিভিন্ন নিয়মনীতি সম্পর্কে বিশদ আলোচনা করেন।শিক্ষার্থীরাও উৎসাহের সাথে তাদের উচ্চশিক্ষা জীবনের প্রথম ক্লাস শুরু করেন।
প্রধান নির্বাহী মোয়াজ্জেম হোসেন জানান, এখানকার কোর্স কারিকুলাম,সিলেবাস ও কোর্স মেটেরিয়ালস সবকিছুই OTHM, UK কর্তৃক সরবরাহকৃত। কোর্সসমূহ এসাইনমেন্ট ভিত্তিক এবং প্রতি মডিউলে রয়েছে ৩০০০ শব্দের এসাইনমেন্ট। শিক্ষকগণের মধ্যে রয়েছেন বৃটিশ ডিগ্রীধারী এবং সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সুপরিসর ও সজ্জিত ক্লাসরুম, কম্পিউটার ল্যাব ,সমৃদ্ধ পাঠাগার, ব্যবহারিক প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের নিবিড় শিক্ষণ নিশ্চিত করা হয়েছে। নিয়মিত সেমিনার, ওয়ার্কসপ ও স্টাডি ট্যুরের আয়োজন ছাত্রছাত্রীদের দক্ষতাকে সমৃদ্ধ করে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা AZTECA UNIVERSITY , USA ও OTHM, UK কর্তৃক অনুমোদিত সনদপত্র পাবেন। কোর্সকালীন বিভিন্ন লেভেলে শিক্ষার্থীরা বিদেশের স্বনামখ্যাত বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। কোর্স শেষে দেশের খ্যাতিমান প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশেও ইন্টার্নশীপের সুযোগ রয়েছে। আর অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ ইংরেজী ভাষা প্রশিক্ষকের অধীনে চলছে SPOKEN ENGLISH ও IELTS কোর্স । আমাদের এই সেন্টারটি বৃটিশ কাউন্সিল অনুমোদিত IELTS CENTRE ।
Discussion about this post