শিক্ষার আলো ডেস্ক
বেসরকারি কলেজ, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজের প্রভাষকরা পদোন্নতি পাচ্ছেন। যেসব শিক্ষকদের চাকরি আট বছর পূর্ণ হয়েছে শিগগিরই তাদের পদোন্নতি দেওয়া হবে। এ লক্ষ্যে পদোন্নতির রূপরেখা চূড়ান্ত করতে আগামী ১৫ ফেব্রুয়ারি সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।
অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/স্কুল অ্যান্ড কলেজ/উচ্চ মাধ্যমিক কলেজে আট বছর সন্তোষজনক চাকরির পূর্তিতে ‘প্রভাষক’ থেকে ‘জ্যেষ্ঠ প্রভাষক’ পদে এবং ডিগ্রি কলেজে ‘প্রভাষক’ থেকে ‘সহকারী অধ্যাপক’ পদে মূল্যায়নের ভিত্তিতে পদোন্নতির জন্য রূপরেখা প্রণয়ন চূড়ান্ত করতে আগামী ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় সভা অনুষ্ঠিত হবে। অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীনের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে।
Discussion about this post