শিক্ষার আলো ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের শূন্য আসনসমূহে শিক্ষার্থীদের মেধাক্রমের ভিত্তিতে ভর্তি সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ম হতে ৭ম মেধা তালিকায় বিষয় বরাদ্দ পেয়েও যে সকল শিক্ষার্থী ভর্তি হতে পারেনি, তারা সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবে। সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রমানুসারে আসন শূন্য থাকা সাপেক্ষে বিষয় বরাদ্দ দেওয়া হবে। সাক্ষাৎকারে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা কোনো মাইগ্রেশনের সুযোগ পাবে না। এমনকি পরবর্তীতে কোনো বিভাগের শূন্য আসন (যদি থাকে) পূরণের ক্ষেত্রেও তারা বিষয় পরিবর্তনের সুযোগ পাবে না। বিষয় বরাদ্দ তালিকা আগামি ২২ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ২৩-২৪ ফেব্রুয়ারি বিকাল ৪টার মধ্যে ভর্তি ফি ও কাগজপত্রাদি মনোনীত বিভাগে জমা দিয়ে ভর্তি হতে হবে।
সাক্ষাৎকারের জন্য ‘এ’ ইউনিটের শিক্ষার্থীদের মধ্যে যাদের মেধাক্রম ৪৫৩৩ থেকে ৫৫৩২ তাদের ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কেন্দ্রীয় অডিটোরিয়াম কক্ষে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। যাদের মেধাক্রম ৫৫৩৩ থেকে ৬৫৩২ তাদের ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কেন্দ্রীয় একই স্থানে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। যাদের মেধাক্রম ৬৫৩৩ থেকে ৭৫০০ তাদের ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঐ একই স্থানে সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
‘বি’ ইউনিটের শিক্ষার্থীদের মধ্যে যাদের মেধাক্রম ১৮৭৯ থেকে ২১৯০ তাদের ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আইন বিভাগের ৯ম তলায় সাক্ষাৎকার গ্রহণ করা হবে। আর যাদের মেধাক্রম ২১৯১ থেকে ২৫০০ তাদের ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আইন বিভাগের ৯ম তলায় সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
‘সি’ ইউনিটের শিক্ষার্থীদের মধ্যে যাদের মেধাক্রম ১২৪৭ থেকে ২০০০ তাদের ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অফিসে সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
এছাড়া মেধাক্রম ভুক্ত শিক্ষার্থীদের নির্ধারিত স্থান ও সময়সূচি অনুযায়ী একোনলেজমেন্ট স্লিপ এবং সাক্ষাৎকারের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করে নিয়ে আসতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য এটাই শেষ পদক্ষেপ।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মেধাক্রম অনুযায়ি ভর্তির জন্য বরাদ্দ মোট শূন্য আসন সংখ্যা রয়েছে ৪৯০টি (ইউনিট- ‘এ’, ‘বি’ এবং ‘সি’)।
‘এ’ ইউনিট, ‘সি’ ইউনিট এবং কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদভুক্ত বিভাগ এবং ইনস্টিটিউটসমূহের জন্য (বিশেষায়িত চারটি বিভাগ ব্যতীত) ভর্তি ফি-এর পরিমাণ ১০ হাজার ৪ শত টাকা। বি’ ইউনিট এবং ফিল্ম এন্ড টেলিভিশন, সংগীত, চারুকলা এবং নাট্যকলা বিভাগের জন্য ভর্তি ফি-এর পরিমাণ ব্যবহারিক ক্লাসের ফিসহ ১২ হাজার ৪শত টাকা।
ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীকে নগদ বা রকেট বা সিউর ক্যাশ মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ভর্তি ফিস জমা দিতে হবে।
প্রত্যেক শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন প্রাপ্ত বিভাগে নিম্নবর্ণিত সনদপত্র ও কাগজপত্রাদি জমা দিতে হবে:
জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক (ইনভিজিলেটর) কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র; অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফরম ও ৪ (চার) কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি; এসএসসি / সমমান পরীক্ষার মূল সনদপত্র ও নম্বরপত্র এবং প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি এবং এইচএসসি/সমমান পরীক্ষার মূল সনদপত্র/নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রদত্ত প্রশংসা পত্র এবং প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি।
ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন এই ওয়েবসাইটে।
Discussion about this post