খেলাধূলা ডেস্ক
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ পর গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ উইঙ্গারের গোলখরা কাটানোর রাতে তিন ম্যাচ পর জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড।
দারুণ এক গোল করে বেরিয়ে এলেন ব্যর্থতার বৃত্ত থেকে। প্রিমিয়ার লিগে জয়ে ফিরলো তার দল ম্যানচেস্টার ইউনাইটেডও। ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতেছে ইউনাইটেড।
এর আগে এফএ কাপ থেকে বিদায়ের পর লিগে টানা দুই ড্র দেখেছিল রালফ রাংনিকের দল। অর্থাৎ সবমিলিয়ে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল তারা। অন্যদিকে শেষ সাত ম্যাচেই অপরাজিত থাকা ব্রাইটন অষ্টম ম্যাচে এসে হারের স্বাদ পেল।
গোলশূন্য প্রথমার্ধ শেষ হওয়ার পর ইউনাইটেডের জয়সূচক গোল দুটিই এসেছে দ্বিতীয়ার্ধে। ৫১তম মিনিটে দারুণ গোলে ম্যানইউকে এগিয়ে নেন রোনালদো। বক্সের সামনে থেকে ডান পায়ের শটে কাছের পোস্টে লক্ষ্যভেদ করেন পাঁচবারের এই ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। ছয় ম্যাচ পর সপ্তম ম্যাচে এসে গোলের দেখা পেলেন তিনি।
৫৪ মিনিটেই দশজনের দলে পরিণত হওয়া ব্রাইটন তবু ইউনাইটেডকে আটকে রেখেছিল। কিন্তু নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের সপ্তম মিনিটে দ্বিতীয় গোলটি পেয়ে যায় স্বাগতিকরা। পল পগবার পাস থেকে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় জাল কাঁপান ব্রুনো ফার্নান্দেজ।
২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এলো ম্যানইউ। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লিভারপুল এবং ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি। আর ৩৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে ব্রাইটন।
Discussion about this post