নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট বাতিল করা নিয়ে আলোচনা-সমালোচনার পর আপাতত এটি বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায়।বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ডিনস কমিটির এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, এ বছর ঘ ইউনিট বহাল থাকছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, আগামীবার থেকে তিন অনুষদকে একসাথ করে কিভাবে পরীক্ষা নেয়া যায় সেবিষয়ে চিন্তা করা হচ্ছে।
গত ৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক সভায় ‘ঘ’ ইউনিট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তখন জানিয়ে ছিলেন কর্তৃপক্ষ। তবে সিদ্ধান্তের বিরোধীতা করে আসছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকরা। তাদের দাবি, অনুষদের শিক্ষকদের প্রস্তাবকে তোয়াক্কা না করেই গায়ের জোরে বিশ্ববিদ্যালয় ইউনিট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এরপর থেকেই নানা কর্মসূচি পালন করে আসছেন এই অনুষদের শিক্ষকরা। যার প্রেক্ষিতে আজ ডিনস কমিটি বৈঠকে বসে।
বৈঠক সূত্রে জানা যায়, নীতিমালা তৈরি না করতে পারায় এবছর ঘ ইউনিট বাতিল হচ্ছে না। আগামী বছর থেকে তিন অনুষদ (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন) মিলে একটি ইউনিট করার চিন্তা করছে প্রশাসন।
Discussion about this post