শিক্ষার আলো ডেস্ক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র পরিবেশ বিষয়ক সংগঠন অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাখিদের নিরাপদ আবাসনের জন্য গাছে পাখির জন্য কলসি স্থাপন করেছে। এছাড়া তারা গাছের পরিচিতের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গাছে পরিচিতি ফলক লাগিয়েছে।
মঙ্গলবার(১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে সংগঠনের অন্যান্য সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে বিকাল চারটায় এ কার্যক্রম শুরু হয়।
কার্যক্রমের অংশ হিসেবে বৈশাখী চত্বরের বিভিন্ন গাছে পরিচিতি ফলক লাগানো হয়। এছাড়া পাখিদের বসবাসের জন্য মাটির কলস বসানো হয়।
এ কার্যক্রমের ব্যাপারে অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাজ্জাদ বাশার বলেন, এই আইডিয়াটি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে নতুন। দীর্ঘদিন ধরেই প্লান ছিল এরকম কিছু করার। কিন্তু করোনার কারনে সম্ভব হচ্ছিল না। অবশেষে আমরা সকলে মিলে ক্যাম্পাসের পাখিদের জন্য কিছু করতে পারলাম। সামনের দিনেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০১৫ সাল থেকেই কাজ করে যাচ্ছে। ৩ সেপ্টেম্বর সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী।
Discussion about this post