প্রযুক্তি ডেস্ক
বর্তমান সময়ে গতানুগতিক কম্পিউটারের বিকল্প হিসেবে প্রযুক্তি বাজারে নতুন মিনি কম্পিউটার আনলো শাওমি। নিংমেই মিনি কম্পিউটার সিআর ৮০ নামের এই ডিভাইসটির সঙ্গে মনিটর, কি-বোর্ড ও মাউস যুক্ত করা যাবে।
সংশ্লিষ্টরা মনে করছে, যারা গেম খেলেন না বা গ্রাফিক্স ডিজাইনের মতো ভারি কাজ না করতে চান তাদের জন্য আদর্শ হবে এই মিনি কম্পিউটারটি। এর মাধ্যমে দৈনন্দিন জীবনের সাধারণ কাজ ও বিনোদন চাহিদা পূরণ করা যাবে।
নতুন ডিভাইসটির দৈর্ঘ্য ও প্রস্থ ১২ সেন্টিমিটারের কম এবং পুরুত্ব ২ দশমিক ৫ সেন্টিমিটারের কম। এর ওজন ২৫০ গ্রাম তথা একটি স্মার্টফোনের ওজনের কাছাকাছি। চাইলে সহজেই এটি ব্যাগে বহন করা যাবে।
কম্পিউটারটিতে রয়েছে এন৫১০৫ কোয়াড কোর ফোর থ্রেড প্রসেসর, যার সর্বোচ্চ গতি ২ দশমিক ৯ গিগাহার্টজ। রয়েছে ৪ মেগাবাইটের এলথ্রি ক্যাশ মেমোরি। এটি ১০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে।
শাওমি নিংমেই মিনি কম্পিউটার সিআর৮০-তে একটি উচ্চগতিসম্পন্ন এম.২ এসএসডি ও ডিডিআরফোর মেমোরি রয়েছে। এসএসডির ধারণক্ষমতা ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
Discussion about this post