শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের মাস্টার্সের চলমান পরীক্ষার একটি কোর্সের (এফএমএমসি-৬৪১) প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ প্রশ্নপত্র শেয়ার করেছেন ওই বিভাগের শিক্ষক এবং পরীক্ষা কমিটির সদস্য ইসতিয়াক হোসাইন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) প্রশ্নপত্র ফাঁসের স্ক্রিনশর্ট জাগোনিউজের হাতে আসে। এ ঘটনায় বিভাগের ওই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে বলে জানান পরীক্ষা কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান মন্ডল।
তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি তার সঙ্গে কথা বলেছি। বিষয়টি অনিচ্ছাকৃতভাবে হয়েছে বলে তিনি জানিয়েছেন। পরীক্ষার বিষয়গুলো খুবই স্পর্শকাতর। এ নিয়ে গোপনীয়তা রক্ষা করা পরীক্ষা কমিটির দায়িত্ব। তিনি এটা লঙ্ঘন করেছেন। এটা অবশ্যই একটি অপরাধ।
পরীক্ষা কমিটির সভাপতি আরও বলেন, আগামী ২৭ ফেব্রুয়ারি এই পরীক্ষা হওয়ার কথা ছিল। আমরা পরীক্ষা কমিটির সদস্যরা জরুরি মিটিং করে এই প্রশ্নপত্র বাতিল করেছি। আপাতত ওই পরীক্ষা স্থগিত। নতুন করে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী এধরনের ঘটনা শাস্তিযোগ্য অপরাধ। অপরাধের ধরণ অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাসপেন্ড, অর্থদণ্ডসহ আইনগত ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।
প্রশ্ন ফাঁস নিয়ে ফিশারিজ বিভাগের সভাপতি এম মনজুরুল আলম জাগো নিউজকে বলেন, পরীক্ষার সার্বিক বিষয় দেখাশোনা করে পরীক্ষা কমিটি। তবে আমি বিষয়টি শুনেছি। বিষয়টি ভুলবশত হয়েছে। কিন্তু, প্রশ্নপত্র মোবাইলে সংরক্ষণ করা তার উচিত হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, বিভাগ থেকে অফিসিয়ালি আমাদেরকে জানানো হয়নি। জানানো হলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম জাগো নিউজকে বলেন, আমাদের এখনো বিষয়টি জানানো হয়নি। প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি গুরুতর অপরাধ। বিষয়টি আমাদের কাছে আসলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সৌজন্যে- জাগোনিউজ
Discussion about this post