শিক্ষার আলো ডেস্ক
খ্যাতনামা পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮০তম জন্মবার্ষিকী উদযাপন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সামনে অবস্থিত তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ড. এম এ ওয়াজেদ মিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. আকতারুজ্জামান সোহেল বলেন, ‘বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া মুক্তিযুদ্ধের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্র সংসদের ভিপি হিসেবে আইয়ুববিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। এ কারণে ১৯৬২ সালে তিনি গ্রেফতার হন। রাজনৈতিক ক্ষমতার ব্যবহার না করেও যে দেশের জন্য কাজ করা যায়, তার বাস্তব উদাহরণ ড. এম এ ওয়াজেদ মিয়া। বিজ্ঞান শিক্ষা, গবেষণা ও রাজনীতিতে ড. ওয়াজেদ মিয়ার অবদান বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘ড. এম এ ওয়াজেদ মিয়া দেশরত্ন শেখ হাসিনার সহযোদ্ধা হিসেবে কাজ করে গেছেন। প্রধানমন্ত্রীর দেশরত্ন হয়ে ওঠার পেছনে তার যথেষ্ট অবদান ছিল। তিনি শুধু একজন বিজ্ঞানীই ছিলেন না, জাতীয় রাজনীতিতে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।’
এসময় ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক প্রখ্যাত পদার্থবিদ অধ্যাপক ড. এ এ মামুনসহ শাখা ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘীর ফতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এই বিজ্ঞানী ২০০৯ সালের ৯ মে ইন্তেকাল করেন।
Discussion about this post