নিজস্ব প্রতিবেদক
প্রাথমিকের শিক্ষার্থী (১২ বছরের কম বয়সী) ছাড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে। প্রতিদিন একটি শ্রেণির চারটি করে বিষয়ের পাঠদান চলবে। তবে পর্যায়ক্রমে সব বিষয় পড়ানো হবে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
প্রতিদিন কয়টি ক্লাস বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘গত বছর ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান শুরুর পর সর্বশেষ যেভাবে শ্রেণি পাঠদান চলেছে, সেভাবেই স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি পাঠদান চলবে।
মন্ত্রী বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে সংক্রমণ যত কমবে, ক্লাসের সংখ্যা তত বাড়িয়ে দেবো। আমরা যত দ্রুত পারি ক্লাসের সংখ্যা স্বাভাবিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টাই করবো।’
ফুল ফেজে কবে থেকে ক্লাস চালু বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘যখন দুই ডোজ টিকা সবার হয়ে যাবে, তখন চেষ্টা করবো স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে। আমাদের হয়তো আরও অনেক দিন কোভিডের সঙ্গে বাস করতে হবে। সেক্ষেত্রে আমরা দুই ডোজ টিকা নেওয়া হয়ে গেলে মোটামুটি একটা স্বস্তির জায়গায় থাকতে পারবো। আশা করছি, খুব তাড়াতাড়ি সেই জায়গায় চলে যেতে পারবো।’
উল্লেখ্য, গত বছরের নির্ধারিত সর্বশেষ সূচিতে জানানো হয়েছিল, প্রতিদিন প্রতিটি শ্রেণির শিক্ষার্থীরা চারটি করে ক্লাস করবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শোহেদুল খবির বলেন, ‘গত বছরের রুটিন অনুযায়ী, একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠদান চলবে। তবে যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছিল, তখন একাদশে শিক্ষার্থীরা ভর্তির হয়নি। শিগগিরই একাদশ ও দ্বাদশ শ্রেণির রুটিন তৈরির নির্দেশনা দেওয়া হবে।’
Discussion about this post