শিক্ষার আলো ডেস্ক
অবৈধভাবে সিট দখলরোধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে অভিযান চালানো হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় হলের রুমে রুমে ঘুরে এ অভিযান পরিচালনা করে হল কর্তৃপক্ষ।
এর আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সিট বাণিজ্যের অভিযোগ উঠে। যেখানে অর্থের বিনিময়ে বরাদ্দকৃত সিটে অন্যজন উঠিয়ে অবৈধভাবে রাখা হয়। ফলে বরাদ্দপকৃত সিটে উঠতে পারছে না অনেক শিক্ষার্থী।
সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, হলের প্রতিটি রুমে শিক্ষার্থীরা যাতে বৈধভাবে অবস্থান করে সুষ্ঠু পরিবেশ পড়াশোনা চালিয়ে যেতে পারে মূলত সেজন্যই এই অভিযান। অবৈধভাবে কোন শিক্ষার্থী হলে অবস্থা করার ফলে প্রাপ্য শিক্ষার্থী বঞ্চিত হোক এটা আমরা প্রত্যাশা করি না।
তিনি বলেন, সিট দখলের বিষয়ে আমরা কাউকে দোষারোপ করছি না। যারা সিট দখল করে অবস্থান করছে, তারা অবৈধ। তাই আমরা চাই, যারা সিট পাওয়ার যোগ্য, তারাই সেখানে অবস্থান করুক।
কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। তাছাড়া কর্তৃপক্ষের এমন পদক্ষেপে হলে পড়াশোনাসহ সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে মনে করেন তারা।
Discussion about this post