নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অমর একুশে বইমেলা শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই বইমেলার উদ্বোধন করেন বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক জুলফিকার মাতিন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি) আয়োজিত তিন দিনব্যাপী এই মেলাতে ৫টি স্টল দেয়া হয়েছে। এটি চলবে আগামী ২২ শে ফেব্রুয়ারী পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অধ্যাপক জুলফিকার মাতিন বলেন, বিজ্ঞান থেকে সাহিত্যকে যেমন আলাদা করতে পারিনা, তেমনই সাহিত্য থেকে বিজ্ঞানকেও আলাদা করা যায় না। সাহিত্য আমাদের চেতনার সঙ্গে যুক্ত, আর বিজ্ঞান যুক্ত আমাদের জীবনযাপনের সঙ্গে। মানুষ চিন্তাশীল জীব। চিন্তার উন্মেষের ভিতর দিয়েই আমাদের সমাজ এগিয়ে চলছে। আর এই চিন্তা প্রকাশের অন্যতম মাধ্যম হলো গ্রন্থ বা বই বলে জানান এই অধ্যাপক।
Discussion about this post