নিজস্ব প্রতিবেদক
বন্দরনগরীতে প্রফেশনাল কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠান বিথম কলেজ অফ প্রফেশনালসে মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মেহেদিবাগস্থ নিজস্ব মিলনায়তনে উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ,মোহাম্মদ জিয়াউদ্দীন (প্রোগ্রাম কো-অর্ডিনেটর),রেফায়া তাসকিন সামা (প্রভাষক, আই.টি ডিপার্টমেন্ট),রায়হানুল ইসলাম (আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ কো-অর্ডিনেটর) এবং শারমিন আক্তার (ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ)।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, মহান একুশের পথ ধরেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতাসহ সব ধরনের বড় বড় অর্জন আমরা লাভ করতে পেরেছি। একুশ আমাদের চেতনাকে শাণিত করে বলেই আমরা বার বার কঠিন দুঃসময়ে ঘুরে দাঁড়াতে পেরেছি। তাই একুশের চেতনায় মাতৃভাষার প্রতি প্রাণিত হয়ে বিশ্বে আমাদের ভাষার সমৃদ্ধির ভাণ্ডারকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে।
বাংলা ভাষার চর্চা সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে অন্যান্য বক্তাগণ বলেন, বাঙালি সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য সর্বস্তরে বাংলা ভাষা চর্চার কোনো বিকল্প নেই। ভাষার জন্য মানুষের এতো ভালোবাসা আর আত্মত্যাগ- পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।ভাষা আন্দোলনের ৭০ বছর অতিক্রম হলেও এখনও সর্বত্র বাংলা ভাষার ব্যবহার হচ্ছে না। ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মান জানাতে হলে সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে।
Discussion about this post