নিজস্ব প্রতিবেদক
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে আজ থেকে পাইলটিং কর্মসূচির আওতায় দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে দুইদিন ছুটি ভোগ করবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অন্য সব ক্লাসের শিক্ষার্থীদের ছুটি আগের মতোই থাকবে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) নতুন শিক্ষাক্রমের জন্য পাইলটিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের (এনসিটিবি) সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান।
এর আগে সকাল ১০টার দিকে ভার্চুয়াল মাধ্যমে পাইলটিং কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এনসিটিবি মিলনায়তন থেকে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত করা হয় পাইলটিং শুরু হওয়া দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানকে।
উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দেশের সব শিক্ষা প্রাতষ্ঠানে ২০২৩ সাল থেকে সাপ্তাহিক ছুটি দুই দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
Discussion about this post