শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাসগুলোতে প্রতিবন্ধীদের জন্য পাঁচটি করে আসন সংরক্ষণ করা হয়েছে। বিশেষ প্রতীকী চিহ্ন দিয়ে সে আসনগুলো নির্দিষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
এ সময় উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে, পরিবহন প্রশাসক মোকছিদুল হক, রাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালযের ৫০৯তম সিন্ডিকেট সভায় প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষণের সিদ্ধান্ত হয়। এর পাশাপাশি একাডেমিক, প্রশাসনিক ও আবাসিক ভবনসহ অন্যান্য ভবনের মূল প্রবেশপথে সিঁড়ির একপাশে র্যাম্প ব্যবস্থা করা, আবাসিক হলসমূহের নিচতলায় ১ম বর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষার সময় ঘণ্টায় ন্যূনতম ১০ মিনিট বৃদ্ধি করাসহ শ্রুতিলেখক নিয়োগ সহজীকরণ করাও হচ্ছে।
Discussion about this post