নিজস্ব প্রতিবেদক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্রীদের জন্য চালু হয়েছে বিশেষ বাস সার্ভিস।বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা, দুপুর সোয়া ১টা এবং বিকেল ৫টায় ছাত্রীদের জন্য তিনটি বাস ক্যাম্পাস থেকে ছেড়ে যায়। এছাড়া সকাল ১০টায় দিনাজপুর শহরের সুইহারী, দুপুর ২টায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বড়মাঠ থেকে ছাত্রীদের নিয়ে তিনটি বাস বিশ্ববিদ্যালয়ে আসবে।
বিশেষ বাস সার্ভিস চালুর অনুভূতিতে শিক্ষার্থীরা বলেন, আগে ছেলে-মেয়ে একসঙ্গে গাদাগাদি করে যাতায়াত করতে অস্বস্তি লাগতো। এখন বেশ স্বস্তি লাগছে। ক্যাম্পাসে প্রথমবারের মতো ছাত্রীদের জন্য বাস চালু হওয়ায় সত্যিই আনন্দ লাগছে।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, ছাত্রীদের জন্য পৃথক বাস চালু করতে পেরে আমরা আনন্দিত।
প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ বলেন, ছাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল আলাদা বাস সার্ভিস। খুব শিগগির শিক্ষার্থীবান্ধব আরও অনেক সিদ্ধান্ত আসবে।
Discussion about this post