শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে আমার ভাষার চলচ্চিত্র ১৪২৮। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে পাঁচ দিনব্যাপী এ আয়োজন চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
সত্যজিৎ রায় পরিচালিত ‘আগন্তুক’ চলচ্চিত্রের প্রদর্শনের মাধ্যমে পর্দা ওঠে এবারের আসরের। এছাড়া প্রদর্শিত হয় ‘মনপুরা’, ‘ঊনপঞ্চাশ বাতাস’ ও ‘রেহানা মরিয়ম নূর’।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রদর্শিত হবে জহির রায়হান পরিচালিত ‘জীবন থেকে নেয়া’, দুপুর ১টায় প্রদর্শিত হয় এনামুল কারিম নির্ঝর পরিচালিত ‘আহা!’, বিকেল সাড়ে ৩টায় এন রাশেদ চৌধুরী পরিচালিত ‘চন্দ্রাবতী কথা’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ প্রদর্শিত হয়। চলচ্চিত্র প্রদর্শনী টিকিটের শুভেচ্ছামূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
পাঁচ দিনব্যাপী এ উৎসবে প্রদর্শিত হবে দুই বাংলার সমসাময়িক ও ধ্রুপদী ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং একটি প্রামাণ্যচিত্র। ২৬ ফেব্রুয়ারি উৎসবের শেষদিন প্রতিবারের মতো উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেন স্মরণে অনুষ্ঠিত হবে ‘হীরালাল সেন পদক’ প্রদান এবং সমাপনী অনুষ্ঠান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে করোনাভাইরাস মোকাবিলায় আয়োজনে অংশ নিতে আগ্রহী সব চলচ্চিত্রপ্রেমীকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের আয়োজন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। গত বছর করোনা মহামারির প্রকোপে আয়োজনটি স্থগিত ছিল।
Discussion about this post