নিজস্ব প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ (সেকেন্ড টাইম) বহাল থাকছে।গতবারও বিশ্ববিদ্যালয়টি দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের পরীক্ষার সুযোগ দিয়েছিলো। ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শিক্ষা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র জানায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে দুইটি নির্দেশনা দিয়ে পত্র পাঠানো হয়েছে। নির্দেশনা দুইটি হলো- সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষার আয়োজন করা এবং ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের দ্বিতীয় বার সুযোগ দেয়া।
জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মোতাহার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠির প্রেক্ষিতে বিষয়টি একাডেমিক কাউন্সিলের এজেন্ডাভুক্ত করা হয়। আজ আলোচনায় বেশিরভাগ সদস্যই দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ রাখার পক্ষে মতামত দেন। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সেকেন্ড টাইম ছাড়াও ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে ও শিক্ষা পর্ষদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোতে দ্বিতীয় বার ভর্তির সুযোগের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পান না শিক্ষার্থীরা। করোনা মহামারিতে শিক্ষা ঘাটতি, অটোপাসের কারণে পুণরায় সেই সুবিধা চালুর দাবি জানিয়ে আসছে ভর্তিচ্ছুরা। নানা কর্মসূচি পালন করছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি, অনুষদের ডিনদেরও স্মারকলিপি দিয়েছেন তারা। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন তারা।
Discussion about this post