শিক্ষার আলো ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতি ও চেতনাকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখায় ছাত্রলীগের নতুন নেতৃত্বের ‘বসন্ত বাতাস’ ছড়িয়ে দিতে হলগুলোতে তৈরি হবে নান্দনিক ফুলের বাগান।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা নানাবিধ প্রতিবন্ধকতা নিয়েও এগিয়ে যাওয়ার প্রেরণা পায় শেখ রাসেলের কাছ থেকে। তার মতো নিষ্পাপ ও ব্যক্তিত্ববান, ছোট কিন্তু ক্ষুদ্র নয়, আঘাত পেয়েও দমে যাওয়া নয়- এই প্রতিটি পথই প্রদর্শিত হয় শেখ রাসেলের পথে।
এতে আরও বলা হয়, শিক্ষার্থীরা যেন একটি মনোরম ফুল বাগান থেকে সুবাস নিতে পারে, ক্লান্তি-জরা ভুলতে বাগানের দিকে তাকিয়ে প্রশান্তি পেতে পারে, প্রিয়জনের জন্যে বাগান থেকে ফুল সংগ্রহ করতে পারে, বাগানের মতো করে এ দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার দেশে গড়তে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে, বাগানের কুসুম-কোমল ফুল থেকে দেশরত্নের মতো দৃঢ়-কঠিন মানুষ হওয়ার সাহস পেতে পারে, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখা ছাত্রলীগের প্রতি একটি করে বাগান তৈরির আহ্বান জানানো হলো।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মনে করে, শিক্ষার্থীরা যাতে বাগানের ফুলগুলোর মধ্যে সুন্দরতম ফুল ‘শেখ রাসেল’ এর মতো করে নিজেকে কল্পনা করতে পারে, সে লক্ষ্যে বাগান তৈরিই হবে শিক্ষার্থীদের প্রতি হল ছাত্রলীগের নতুন নেতৃত্বের ‘বসন্ত বাতাস’।
এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, আমরা শেখ রাসেলকে উৎসর্গ করেই ১৮টি হলে ফুলের বাগান করার নির্দেশনা দিয়েছি। ছাত্রলীগের ফুলের বাগান করার বিষয়টি দ্বারা যেমন প্রতীকীভাবে পরিচ্ছন্ন রাজনীতি বোঝায় একই সঙ্গে ছাত্র রাজনীতিকে ফুলের মতো করে ঢেলে সাজাতে চাই। বাংলাদেশ ছাত্রলীগ যেন হলগুলোতে ফুলের মতো সুবাস ছড়াতে পারে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই।
Discussion about this post