শিক্ষার আলো ডেস্ক
কুমিল্লায় এখন রোবট তৈরির উৎসব চলছে। কুমিল্লা রোবোটিকস ও প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ল্যাবে চলছে ১২০ শিক্ষার্থীর প্রশিক্ষণ। এ ছাড়া জেলা প্রশাসনের ল্যাবে চলছে হাতে-কলমে প্রশিক্ষণ।
ল্যাব দুটি পরিদর্শনে গিয়ে দেখা যায়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ল্যাবে গ্রুপ করে শিক্ষার্থীরা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। জেলা প্রশাসনের ল্যাবে গিয়ে দেখা যায়, থ্রিডি প্রিন্টারে চলছে রোবটের বডি প্রিন্ট। প্রশিক্ষকের সঙ্গে সেন্সর নিয়ে কাজ করছেন শিক্ষার্থীরা।
জেলা প্রশাসনের আইসিটি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার কানিজ ফাতেমা বলেন, কুমিল্লা রোবোটিকস ও প্রোগ্রামিং ক্লাবের প্রতিষ্ঠা করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। কুমিল্লা নগরীর ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাত শতাধিক শিক্ষার্থীকে নিয়ে প্রথমে তিন দিনের কর্মশালা করা হয়েছে। তার থেকে বাছাই করে ১২০ শিক্ষার্থী নিয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রত্যেক উপজেলায় কুমিল্লা রোবোটিকস ও প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
প্রশিক্ষক দলের প্রধান সঞ্জিত মন্ডল বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী প্রশিক্ষকের দায়িত্ব পালন করছি। আমরা ১২০ শিক্ষার্থী নিয়ে কাজ করছি। শিক্ষার্থীদের অনেক আগ্রহ। তাদের থেকে ভালো ফলাফল আসবে বলে আশা করছি।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন, জেলা প্রশাসনের এটি ব্যতিক্রম উদ্যোগ, যা শিক্ষার্থীদের উপকারে আসবে। জেলা প্রশাসনের মতো আমরাও শিক্ষার্থীদের নিয়ে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ব্যবস্থা নেব। কুমিল্লা রোবোটিকস ও প্রোগ্রামিং ক্লাবের সভাপতি কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রধানমন্ত্রীর ৪১ সালের উন্নত বাংলাদেশ ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ উদ্ভাবক সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করছি। সে নিরিখে কুমিল্লা রোবোটিকস ও প্রোগ্রামিং ক্লাব গঠন করা হয়েছে। নগরীর শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা চলছে। উপজেলাতেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। ১০০ শিক্ষার্থীকে নিয়ে জাতীয় পর্যায়ে রোবোটিকস ও প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হবে। বিজয়ী পাঁচজনকে ল্যাপটপ দেওয়া হবে। এ ছাড়া তাদের নিয়ে একটি রোবট তৈরি করা হবে। তা ১৭ মার্চ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। সেটি জেলা প্রশাসনে স্থাপন করা হবে। রোবটটি অনুসন্ধান ডেস্কের কাজ করবে।
Discussion about this post