নিজস্ব প্রতিবেদক
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) ইংলিশ ক্লাবের আয়োজনে মাসব্যাপি শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শেষ হয়েছে। সম্প্রতি নগরীর বিভিন্ন স্থানে শীতার্ত ও দুঃস্থদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন ক্লাবের সদস্যরা।
এর আগে নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, গরীব ও অসহায় মানুষদের পাশে হাত বাড়িয়ে ইংলিশ ক্লাবের সদস্যরা মানবিকতার যে নজির স্থাপন করেছে, তা আগামি দিনের তরুণদের ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে।
ইংলিশ ক্লাবের মডারেটর ও সহকারী অধ্যাপক সার্মেন রড্রিক্স বলেন, এবারের শীতে অনেক শিশু ও বয়োজ্যেষ্ঠ নানান রোগে আক্রান্ত হয়েছেন। ভালো কাপড়ের অভাবে কষ্ট পেয়েছেন। সিআইইউ’র ইংলিশ ক্লাবের সদস্যরা যখনই খবর পেয়েছেন, সেখানে ছুটে গেছেন।
আয়োজকরা জানান, নগরীর জামাল খান ক্যাম্পাসের ছিন্নমূল, দু:স্থ ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে শুরু হয় মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির।
এরপর নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, কলেজরোডসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে শীতার্তদের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়।
কর্মসূচিতে ক্লাবের সদস্য ইফতেখারুল আনোয়ার, তাসকিন ওয়াসিম, শুভ্রনীলা, পারিজমা, জাওয়াদসহ অনেকে অংশ নেন।
Discussion about this post