অনলাইন ডেস্ক
ইউক্রেনে পড়াশোনারত ১৫ জন বাংলাদেশি শিক্ষার্থী পার্শ্ববর্তী দেশ হাঙ্গেরিতে এসে পৌঁছেছে। শনিবার রাতে হাঙ্গেরি-ইউক্রেন সীমান্তে তাদেরকে স্বাগত জানান অস্ট্রিয়াতে বাংলাদেশ মিশনের উপপ্রধান রাহাত বিন জামান।
অস্ট্রিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল মুহিত এক টুইটে জানান, হাঙ্গেরিতে বাংলাদেশের অনারারি কনসাল গ্রেগ পাটাকিও ওই সময়ে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের বুদাপেস্টে নিয়ে যাওয়া এবং সিলেওয়েস বিশ্ববিদ্যালয়ে থাকার ব্যবস্থাও করা হয়েছে।
রাষ্ট্রদূত আব্দুল মুহিত হাঙ্গেরির পররাষ্ট্র মন্ত্রণালয়কে সহায়তা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে, চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে ইউক্রেনে অবস্থিত বাংলাদেশিরা বিভিন্ন সীমান্ত অতিক্রম করে নিরাপদ জায়গায় সরে আসার চেষ্টা করছে। ইতোমধ্যে পোল্যান্ড ও রুমানিয়া সীমান্ত দিয়ে ২০০ জনের মতো বাংলাদেশি ইউক্রেন থেকে সরে আসতে সমর্থ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
Discussion about this post