অনলাইন ডেস্ক
স্ব-স্ব ক্ষেত্রে সাফল্যের সঙ্গে অবদান রাখায় ‘এমজিআই-বাঘ বাংলা অপরাজিতা সম্মাননা ২০২২’ পাচ্ছেন ৮ সফল নারী। গতকাল শনিবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে এক সংবাদ সম্মেলনে পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়।
পুরস্কার প্রদানের জন্য গঠিত জুরি বোর্ডের চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের পক্ষে মনোনীতদের নাম ঘোষণা করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও জুরি বোর্ডের সদস্য মুস্তাফিজ শফি।
মনোনীতরা হলেন- মুক্তিযুদ্ধে অবদান রাখায় রোকেয়া কবীর, ভাষা-সাহিত্যে নাসরীন জাহান, শিল্প-সংস্কৃতিতে কনক চাঁপা চাকমা, উদ্যোক্তা নারী হিসেবে রুবানা হক, বিনোদনে অপি করিম, তথ্য প্রযুক্তিতে ডা. তানজিবা রহমান, খেলাধুলায় সালমা খাতুন ও তৃণমূলের আলোকিত নারী হিসেবে মিলন চিসিম। সম্মাননা হিসেবে প্রত্যেকে পাবেন একটি ক্রেষ্ট ও ৫০ হাজার টাকার চেক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুরি বোর্ডের সদস্য কবি আলফ্রেড খোকন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিফ মার্কেটিং অফিসার ইয়াসের নূর এবং বাঘ বাংলা এন্টারটেইনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর শাকিল ইবনে সুলতান।
সংবাদ সম্মেলনে মুস্তাফিজ শফি বলেন, নারী মানে মা, বোন, স্ত্রী ও কন্যা। তাদের সম্মাননা জানানো হলে নিজেকে সম্মান দেওয়া হবে। আজ থেকে ২০০ বছর আগে নারীরা এতোটা এগিয়ে ছিল না। তারপরও তৎকালীন ব্রিটিশবিরোধী আন্দোলনে নারীদের অসামান্য অবদান ছিল। এছাড়া এদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামেও ছিল তাদের ভূমিকা। তৎকালীন বিভিন্ন বাধাবিপত্তি সত্ত্বেও সমাজ, দেশ ও জাতির কল্যাণে নারীরা এগিয়ে এসেছেন। সেটি এখনও চলমান। এসময় তিনি গণমাধ্যমকর্মীদের নারীদের সাফল্যের গল্প তুলে ধরার আহ্বান জানান।
মনোনীতদের বাছাই প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, জুরি বোর্ড আটটি ক্ষেত্রের বিভিন্ন মানুষদের সঙ্গে কথা বলে, তথ্য নিয়ে নিজস্ব ক্ষেত্রে অবদান রাখা নারীদের তালিকা তৈরি করে। প্রত্যেক ক্যাটাগরিতে পাঁচজন করে নারীর নাম উঠে আসে। সেখান থেকে একজন করে মোট আটজনকে এই সম্মাননার জন্যে মনোনীত করা হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে আগামী ১ মার্চ হোটেল সোনারগাঁওয়ের বলরুমে এক অনুষ্ঠানে নির্বাচিতদের সম্মাননা জানানো হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং নারী ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেহের আফরোজ চুমকি। সেদিন রাত ৯ টায় অনুষ্ঠানটি এনটিভিতে সম্প্রচারিত হবে।
গত বছরের ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এবং বাঘবাংলা এন্টারটেইনমেন্ট যৌথভাবে এই আয়োজনের পরিকল্পনা করেছে। এই সম্মাননার মূল প্রতিপাদ্য হলো- ‘নারীর আপন দ্যুতিতে ছাড়িয়ে যাওয়ার গল্প।’
বাংলাদেশের যেসব নারী আপন দ্যুতিতে নিজেকে ছাড়িয়ে গেছেন, অবদান রাখছেন সমাজ, রাষ্ট্র এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রে, এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মাননা জানানো হবে।
Discussion about this post