শিক্ষার আলো ডেস্ক
অটো চালক এর সন্তান রায়হানের স্বপ্ন প্রকৌশলী হওয়া। রোটারী ক্লাব চাঁদপুরের সহযোগিতায় এবছর ভর্তি হয়েছে নটরডেম কলেজে। তার দরিদ্র পিতার পক্ষে এই ব্যয় বহন করা যে সমম্ভব নয়! সব জেনে এবার রায়হানের প্রকৌশলী হওয়ার স্বপ্ন পূরণের দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের দরিদ্র অটো চালকের সন্তান রায়হান গাজী। চাঁদপুর রোটারি ক্লাবের বৃত্তি নিয়ে পুরান বাজার মধূসুদন উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে শুরু হয় যার মাধ্যমিকের পড়াশোনা। বিজ্ঞান বিভাগে থেকে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে রোটারী ক্লাব চাঁদপুরের সহযোগিতায় একাদশ শ্রেণিতে নটরডেম কলেজে ভর্তির সুযোগ পায় সে। রোটারি ক্লাব অব চাঁদপুরের সভাপতি রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ আশ্বাস দিয়েছেন কলেজের টিউশন ফি রোটারি ক্লাব বহন করবে।
এ বিষয়ে কথা বলার জন্য ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মণির সাথে তার বাস ভবনে দেখা করেন রোটারি ক্লাবের প্রতিনিধি নাজিমুল ইসলাম। তার কাছ থেকে রায়হানের সব কথা শোনার পরে তার উচ্চ শিক্ষার সব দায়িত্ব নেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।
Discussion about this post