খেলাধূলা ডেস্ক
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টুয়েন্টিতে জয়রথে উড়ছে ভারত। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তিনটিতেই জেতার পর একই ব্যবধানে হারাল শ্রীলঙ্কাকে। এ নিয়ে টানা ১২ ম্যাচে অপরাজিত থাকল টিম ইন্ডিয়া। আফগানিস্তান ও রোমানিয়াকে ছুঁয়ে গড়ল জয়ের অনন্য রেকর্ড।
বিরাট কোহলির নেতৃত্বে থাকার সময় নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপে শেষবার ম্যাচ হেরেছিল ভারত। রোহিতের কাঁধে দায়িত্ব আসার পর জয়ের অনবদ্য গতিতে এগোচ্ছে দলটি। কুড়ি ওভারের ক্রিকেটে এর আগে কেবল আফগানিস্তান ও রোমানিয়াই ১২টি আন্তর্জাতিক ম্যাচ জিতেছে। সেই তালিকায় এ বার যুক্ত হল রোহিত শর্মার ভারতের নামও।
রোববার ধর্মশালায় শেষ টি-টুয়েন্টি ম্যাচে ১৯ বল ও ছয় উইকেট হাতে রেখেই হোয়াইটওয়াশ নিশ্চিত করে রোহিত শর্মার দল। শ্রীলঙ্কার ১৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ভারত। পুরো সিরিজের মতো এদিনও জবাবে নেমে দারুণ ক্যামিও খেলেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার।
রান তাড়া করতে নেমে স্বাগতিকদের বাজে শুরুর পর ম্যাচের হাল ধরেন আইয়ার। খেলেন ৪৫ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস। তিন ম্যাচের সিরিজের প্রতিটিতেই নিজের ব্যক্তিগত ইনিংস পঞ্চাশোর্ধ রানের নিয়েছেন এই হার্ডহিটার ব্যাটার। ভারতের হয়ে অপরাজিত থেকে সিরিজে সর্বাধিক রান করে জিতেছেন সেরার পুরষ্কার।
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে এদিন ভালো শুরু আনতে পারেনি সফরকারী শ্রীলঙ্কা। তবে দলটির অধিনায়ক দাসুন শানাকার ৩৮ বলে ৭৪ রানের লড়াইয়ের পুঁজি পায় লঙ্কানরা। তবে সব চেষ্টা ব্যর্থ করে সফরকারীদের হোয়াইটওয়াশের স্বাদ দেন রোহিত শর্মার দল।
Discussion about this post