নিজস্ব প্রতিবেদক
করোনা মহামারির মধ্যে দ্বিতীয় দফায় প্রায় ছয় সপ্তাহ বন্ধ থাকার পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাশ শুরু হচ্ছে আগামীকাল (বুধবার) থেকে। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সবার সপ্তাহে ছয়দিনই ক্লাস হবে। তবে ক্লাশ দুই শিফটে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার অধিদপ্তরের (ডিজি) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বলেন, করোনা সংক্রমণ কমে যাওয়ায় এখন প্রাথমিকের শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাশ হবে। শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাশ করতে পারে, সেজন্য দুইটি শিফটে ক্লাশ চলবে।
তিনি আরও বলেন, দুই সপ্তাহ পর্যবেক্ষণের মধ্যে স্কুলগুলো প্রাক-প্রাথমিকের শ্রেণিকক্ষ প্রস্তুত করবে। পরে আমরা সিদ্ধান্ত নেব।
এদিকে অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, সব বিদ্যালয় দুই শিফটে পরিচালিত হবে। তবে কোনো সমাবেশ হবে না। একান্ত প্রয়োজন ছাড়া অভিভাবকদের বিদ্যালয়ে আসা নিরুৎসাহিত করতে হবে। টিকা দেওয়া ছাড়া কোনো শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হতে পারবেন না।
আজ প্রাথমিকের জন্য নুতন রুটিন প্রকাশ করেছে অধিদপ্তর। এতে প্রথম থেকে দ্বিতীয় শ্রেণিতে নিয়মিত ৪র্থ পিরিয়ড ক্লাস শেষে‘ শিখন ঘাটতি পূরণ’ নামে বাড়তি ৫ম পিরিয়ড যুক্ত করা হয়েছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে নিয়মিত ৬ষ্ঠ পিরিয়ড ক্লাস শেষে‘ শিখন ঘাটতি পূরণ’ নামে বাড়তি ৭ম পিরিয়ড যুক্ত করা হয়েছে। তবে অন্যান্য ক্লাসের সময়সীমা কমিয়ে শেষ পিরিয়ডের জন্য ২০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর ২০২০ সালের ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্টান বন্ধ ঘোষণা করেছিল সরকার। দীর্ঘ ১৮ প্রায় ১৮ মাস পর ২০২১ সালের সেপ্টেম্বর মাসে স্কুল-কলে, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছিল। এরপর সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের ২১ জানুয়ারি আবারও স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়। সংক্রমণ কমে আসায় ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ খুলেও দেওয়া হলেও প্রাথমিক বিদ্যালয় বন্ধই ছিল। প্রাথমিক বিদ্যালয়গুলো প্রথমে ১ মার্চ খোলার ঘোষণা দেওয়া হলেও এদিন শবে মিরাজ হওয়ায় তা এক দিন পেছানো হয়।
নুতন ক্লাস রুটিন দেখতে ক্লিক করুন এখানে
Discussion about this post