নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শুণ্য আসন পূরণের দাবিতে নীলক্ষেত মোড় অবস্থান কর্মসূচি পালন করছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বুধবার (২ মার্চ) দুপুর ১২টার পর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন তারা।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবি, সাত কলেজের প্রায় তিন হাজার আসন ফাঁকা থাকলেও ভর্তি স্থগিত রাখা হয়েছে। বিষয় মনোনয়নের সময় সাত কলেজের আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি বলা হলেও চূড়ান্ত মনোনয়নের পর বলা হচ্ছে আসন সংখ্যা ২৩ হাজার ২৬২টি। যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।
শিক্ষার্থীরা বলেন, আমরা সাত-আট দিন থেকে ঘুরছি। আমরা কোথাও ভর্তি হইনি।এই তিন হাজার শিক্ষার্থী এখন কোথায় যাবে? আমরা এখন দিশেহারা হয়ে গিয়েছি। আমাদের অধিকারের জন্য এই জায়গায় দাঁড়িয়েছি। আমরা চাই দ্রুত ফাঁকা আসন পূরণ করা হোক।
শিক্ষার্থীরা বলেন, কর্তৃপক্ষের ভুলের কারণে আমরা এখন ভর্তি হতে পারছি না। আমরা এখন পড়াশোনা থেকে বঞ্চিত। কোথাও ভর্তি হতে পারিনি। আমরা অনেক আশায় ছিলাম এখানে ভর্তি হব। কিন্তু কর্তৃপক্ষ অপেক্ষমাণ তালিকা প্রকাশ করছে না এবং যেসব আসন ফাঁকা আছে সেগুলোও পূরণ করছে না। মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ আপনারা অভিভাবক হয়ে আমাদের পাশে থাকবেন। আমাদের দাবিগুলো মেনে নিতে বলবেন।
এই অবস্থায় দ্রুত সময়ের মধ্যে সাত কলেজের সবগুলো আসনে শিক্ষার্থী ভর্তিসহ দুই দফা দাবি আদায়ে নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপর ঢাবি ভিসির কার্যালয়ের সামনেও অবস্থান নেবে ভর্তিচ্ছুরা।
এর আগে শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় ঢাবির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ পালন করেন শিক্ষার্থীরা।
সবশেষ খবরে জানা যায়, জনদুর্ভোগ এড়াতে পুলিশ রাস্তা ছেড়ে দিতে বললে দুপুর ১২টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় থেকে সরে যান। শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় ত্যাগ করলে যানচলাচল স্বাভাবিক হয়।
Discussion about this post