খেলাধূলা ডেস্ক
লিওনেল মেসি হলেন অনেকেরই আদর্শ। খেলার মাঠে সেই আদর্শের অনুকরণে কেউ যদি গোলও পেয়ে যান, তাহলে বুঝতে হবে সঠিক পথেই আছেন তিনি। যেমনটি ঘটেছে ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিয়েলিশের বেলায়।
এফএ কাপে পিটারবোরো ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। সেখানে রিয়াদ মাহরেজের প্রথম গোলের পর দ্বিতীয় গোলটি ছিল গ্রিয়েলিশের।
ঘাম ঝরানো প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দুটি গোলই আসে দ্বিতীয়ার্ধের ৭ মিনিটের ব্যবধানে। ৬০ মিনিটে প্রথমে স্কোর করেন রিয়াদ মাহরেজ। ৬৭ মিনিটের গোলদাতা ছিলেন গ্রিয়েলিশ। ফিল ফডেনের মাঝ মাঠ থেকে বাড়ানো বল একেবারে গোল মুখে পেয়ে গিয়েছিলেন ইংলিশ তারকা। সেই সুযোগে মুহূর্তেই জড়িয়েছেন জাল।
এই গোলের পর গ্রিয়েলিশ জানিয়েছেন, ‘সবচেয়ে মজার বিষয়টি ছিল বাসে আসার সময় আমি ফডেনের পাশে বসা ছিলাম। তখন মেসির ভিডিও স্ক্রল করে দেখছিলাম। গোলের পর ফডেন আমার কাছে এসে বললো, আমরা যেমন ভিডিও দেখছিলাম, গোলটা ঠিক অবিকল সেটার মতো।’
অবশ্য ম্যানসিটির জেতা ম্যাচটায় জড়িয়ে ছিল ইউক্রেন ইস্যুও। ইউক্রেনীয় খেলোয়াড় জিনচেনকোকে অধিনায়ক করেছিল সিটি। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে তিনি দেশের পতাকা হাতে দাঁড়িয়েছিলেন ম্যাচের আগে। তার সঙ্গে পতাকা ধরে ছিলেন পিটারবোরোর অধিনায়কও। তখন জায়ান্ট স্ক্রিনে লেখা ভেসে উঠে, ‘আমরা ইউক্রেনের পাশে আছি।’
Discussion about this post