শিক্ষার আলো ডেস্ক
২০১৬ সালে চিকিৎসায় নোবেল পাওয়া জাপানি বিজ্ঞানী প্রফেসর ওহসুমির একজন সহযোগী গবেষকের সঙ্গে গবেষণার সুযোগ পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. মইনুল হাসান।
তিনি পেয়েছেন টোকিও বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন ফেলোশিপ (টিবিআরএফ)। জাপানের অন্যতম বিশ্ববিদ্যালয় হককাইডো ইউনিভার্সিটির মাধ্যমে এই ফেলোশিপ পান।
প্রতিবছর টোকিও বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন এশিয়া থেকে সাতজন গবেষককে পোস্ট ডক্টরাল ফেলোশিপ দেয়। এবছর বাংলাদেশ থেকে জবি শিক্ষক ড. মইনুল হাসান পেলেন এই ফেলোশিপ।
ড. মইনুল হাসান বলেন, টিবিআরএফ পোস্ট ডক্টরাল ফেলোশিপ আমার পিএইচডির সময় করা কঠিন পরিশ্রমের উপহার। পিএইচডির সময় আমি ব্যাঙ এর স্কিন থেকে পাওয়া পেপটাইড ম্যাগাইনিন ২-এর অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির মেকানিজমের একটি অংশ এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করেছিলাম। এছাড়া আমি জাপানের অন্যতম রেডিয়েশন ফ্যাসিলিটি স্প্রিং-৮ এ লিপিড মেমব্রেনের ফেস ট্রানজিশন নিয়ে গবেষণা করি।
তিনি আরও বলেন, প্রফেসর ওহসুমি যখন ২০১৬ সালে অটোফেজিতে নোবেল পান, ওই বছর আমি জাপানের শিজুকা ইউনিভার্সিটিতে পিএইচডির প্রথম বর্ষে অধ্যয়নরত। তখন অটোফেজি বিষয়ে কিছু পড়াশোনা করি।
ড. মইনুল হাসান বলেন, এমন একটি বিশ্বমানের ল্যাবে গবেষণার সুযোগ পেয়ে আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত। আশা করছি আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অটোফেজির অনেক অজানা রহস্য উন্মোচন করতে পারবো।
Discussion about this post