শিক্ষার আলো ডেস্ক
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে এবং শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী কনসার্ট ও আলোর মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ধর্ষণ বিরোধী প্রতিবাদী কনসার্ট শুরু হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কনসার্টে অংশ নিয়ে গান ও নৃত্য পরিবেশন করেন।
এর আগে সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ষষ্ঠ দিনের আন্দোলনের কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এরপর বিকালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেন তারা।
গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার বিশ্ববিদ্যালয় ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। যার বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করেন। এ সময় স্থানীয় সন্ত্রাসীদের হামলায় উপাচার্য ড. এ কিউ এম মাহবুবসহ একাধিক শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
Discussion about this post