শিক্ষার আলো ডেস্ক
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) র্যাগিং করলে আইনানুগ যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী।
গত মঙ্গলবার গণমাধ্যমে বেরোবি প্রক্টর গোলাম রব্বানী বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যাগিং দমনে খুবই কঠোর। কোনো শিক্ষার্থীকে র্যাগিং করার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বেরোবি প্রক্টর আরও বলেন, এরই মধ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আমরা চাই না কোনো শিক্ষার্থীর জীবনে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার শুরুতেই তিক্ত অভিজ্ঞতা হোক। আমি আশা করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবীনদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করবে।
Discussion about this post