নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে জাপানের সুমিতমো কর্পোরেশন বৃত্তি দেওয়া হয়েছে। আজ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সেমিনার কে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জাপান দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অফ মিশন মি. হিরোউকি ইয়ামায়া এবং সুমিতমো কর্পোরেশনের জেনারেল ম্যানেজার মি. শিনিচি নাগাতা । বৃত্তিপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সুমিতমো কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (কর্পোরেট অ্যাফেয়ার্স) মো. শফিউল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার।
উপাচার্য স্বাধীনতা অর্জনের পর থেকে বাংলাদেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে জাপান সরকারের সহযোগিতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘বাংলাদেশের মানুষ মেধাবী, সৎ ও দেশপ্রেমিক। অনুপ্রেরণা ও উৎসাহ দিয়ে এ মেধাবী জনগোষ্ঠীর মেধার বিকাশ ঘটানো সম্ভব। আশা করি ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
জাপানি রাষ্ট্রদূত বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন। এ বৃত্তি প্রদান কর্মসূচি বাংলাদেশ ও জাপানের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে। মেধাবী শিার্থীদের মেধার বিকাশ ঘটাতে সুমিতমো কর্পোরেশনের বৃত্তি সহায়ক ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
Discussion about this post