শিক্ষার আলো ডেস্ক
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে।তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ০৬ মার্চ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ০৯ মার্চ, মনোনয়নপত্র সংগ্রহ ১৪ মার্চ, মনোনয়নপত্র জমা ১৬ মার্চ ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২ মার্চ বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
এছাড়া চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৩ মার্চ এবং ভোট হবে ৩০ মার্চ।
ভোটের পরপরই গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
সূত্রমতে, বিশ্ববিদ্যালয় সিনেটের সর্বশেষ শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৫ সালের ২০ মার্চ। খুবি আইন ২১(১) ধারার ঠ নং অনুচ্ছেদে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কর্তৃক তাহাদের মধ্য হইতে পনেরজন প্রতিনিধি’ নির্বাচিত হওয়ার কথা উল্লেখ রয়েছে। কিন্তু বিগত ১৭ বছরে কোনো নির্বাচন সম্ভব হয়ে ওঠেনি।
বর্তমান উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন দায়িত্ব গ্রহণের পর সিনেট সভা নিয়মিত করার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেন। তারই আলোকে চলতি বছরের মধ্যে সিনেট সভা আহ্বানে শিক্ষক প্রতিনিধি এবং রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চান। এ উদ্যোগের অংশ হিসেবে ৩০ মার্চ শিক্ষক প্রতিনিধি নির্বাচন শেষ হওয়ার পরপরই রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন অনুষ্ঠিত হবে।
Discussion about this post