খেলাধূলা ডেস্ক
গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়ে ৫২ বছর বয়সেই বিদায় নিয়েছেন সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন। তার অকাল প্রস্থানে শোকস্তব্ধ হয়ে পড়েছে ক্রিকেট বিশ্ব। সামাজিক মাধ্যমগুলোতে দেখা গেছে সাবেক ও বর্তমান প্রায় সব ক্রিকেটারই তাকে নিয়ে শোকগাথা প্রকাশ করছেন।
নিউজিল্যান্ডের ব্যাটার ব্রেন্ডন ম্যাককালামের তো হৃদয়ই ভেঙে গেছে। টুইটারে তিনি লিখেছেন, ‘‘প্লিজ না…হৃদয় ভেঙে গেছে। ‘দ্য কিং’ কে মিস করা শুরু করেছি ইতোমধ্যে।’’
শনিবার শততম টেস্ট খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। সন্ধ্যায় এমন খবরে ভাষাহীন হয়ে গেছেন ভারতের সাবেক এই অধিনায়ক, ‘জীবন এত অস্থির ও অনিশ্চিত। আমি কোনওভাবেই কিংবদন্তির চলে যাওয়া নিয়ে কিছু বলতে পারছি না, যাকে আমি মাঠের বাইরেও চিনতাম। শান্তিতে ঘুমান সর্বকালের সেরা।’
শেন ওয়ার্নের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরামের। বন্ধুর মৃত্যুতে শোকহত সাবেক এই অধিনায়ক, ‘আমার বন্ধু ওয়ার্নির আকস্মিক মৃত্যুর কথা শুনে আমি মর্মাহত এবং অত্যন্ত দুঃখিত… তার সঙ্গে আমার সব সময় যোগাযোগে ছিল এবং সব সময় হেল্পফুল ছিল.. একজন আইকনিক বোলার ছাড়াও সে একজন মজার মানুষ ছিল… তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা …শান্তিতে বিশ্রাম করো আমার বন্ধু।’
ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মা টুইটারে লিখেছেন, ‘আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। খেলার একজন সত্যিকার কিংবদন্তি এবং চ্যাম্পিয়ন আমাদের ছেড়ে চলে গেলেন। শান্তিতে থাকুন শেন ওয়ার্ন…এখনও বিশ্বাস করতে পারছি না।’
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনিসও বন্ধুর বিদায়ে চরম ব্যথিত, ‘শেন ওয়ার্ন আর নেই…। আমি হতবাক এবং ভেঙে গেছি। এটা বিশ্বাস করতে পারছি না। আমাদের ক্রিকেটের জন্য খুবই দুঃখজনক দিন। আমার প্রজন্মের সবচেয়ে বড় তারকা চলে গেলেন। বিদায় কিংবদন্তি। শান্তিতে থাকো শেন ওয়ার্ন। তার পরিবার এবং বন্ধুদের জন্য সমবেদনা।’
শ্রীলঙ্কান গ্রেট ক্রিকেটার কুমার সাঙ্গাকারাও বিশ্বাস করতে পারছেন এমন খবর, ‘কিংবদন্তি ও বন্ধু শেন ওয়ার্নের কথা শুনে একেবারে স্তব্ধ ও হতবাক। বিশ্বাসই করতে পারছি না।’
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি টুইটারে লিখেছেন, ‘যাকে আমি লেগ-স্পিন বোলিংয়ের বিশ্ববিদ্যালয় বলে মনে করি, তাকে আজ ক্রিকেট হারিয়েছে। আমি আমার ক্যারিয়ারের শুরু থেকেই তার বোলিং দেখে অনুপ্রাণিত হয়েছিলাম এবং তার বিপক্ষে খেলাটা সবসময়ই সৌভাগ্যের বিষয়। ওয়ার্নের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা।’
ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভ রিচার্ড লিখেছেন, ‘বিশ্বাসই হচ্ছে না! একেবারে স্তব্ধ হয়ে গেছি। এটা সত্য হতে পারে না… শান্তিতে বিশ্রাম নাও শেন ওয়ার্ন। আমি এই মুহূর্তে যা অনুভব করছি, তা বর্ণনা করার কোনও শব্দ নেই। ক্রিকেটের জন্য অপূরণীয় ক্ষতি।’
মাঠের বাইরে দারুণ সময় কাটিয়েছেন শচীন এবং ওয়ার্নার। প্রিয় বন্ধুর মৃত্যুতে শচীন টেন্ডুলকারও মানতে পারছেন না এই খবর, ‘হতভম্ব, স্তব্ধ এবং দুঃখজনক তোমাকে মিস করবো ওয়ার্নি। মাঠের বাইরে তোমার সঙ্গে কখনও সময়টা বাজে কাটেনি। তোমার সঙ্গে মাঠের দ্বৈরথ এবং মাঠের বাইরের আড্ডা সব সময়ের অর্জন। তোমার হৃদয়ে ভারত সব সময় একটা আলাদা জায়গা নিয়ে ছিল। বড্ড অকালেই চলে গেলে।’
ক্যারিবীয় আরেক কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা লিখেছেন, ‘এই মুহূর্তে স্তব্ধ হয়ে আছি। এই পরিস্থিতিকে কীভাবে বোঝাবো জানি না। আমার বন্ধু বিদায় নিয়েছে। আমরা সর্বকালের অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্বকে হারিয়েছি। তার পরিবারের জন্য আমার সমবেদনা।’
Discussion about this post