শিক্ষার আলো ডেস্ক
আগামী ১০ মার্চ থেকে নটরডেম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘এআইইউবি প্রেজেন্টস নটরডেম অ্যানুয়াল সায়েন্স ফেস্টিভ্যাল ২০২১’ এবং ৩১তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। নটরডেম বিজ্ঞান ক্লাবের আয়োজনে এই ইভেন্টে সারাদেশ থেকে ২০২টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাত হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করতে যাচ্ছে।
ফেস্টিভ্যালে সর্বমোট ১০টি ইভেন্টে ২৪টি সেগমেন্ট রয়েছে। সেগমেন্টগুলো হলো-
১. স্কলারস হান্ট ২১: বিজ্ঞান অলিম্পিয়াড, ক্রসওয়ার্ড, পাবলিক কুইজ, ইন্টিলিজেন্স ইন্সপেকশন, কন্সেপচুয়াল আর্ট, সাই-ফাই স্টোরি রাইটিং
২. আর্ট অ্যান্ড ডিজাইন ২১: ওয়াল ম্যাগাজিন, স্ক্র্যাপ বুক, ওয়ান মিনিট ভিডিও, ডিজিটাল পোস্টার ডিজাইনিং
৩. এবস্ট্রাকট ২১: টার্ন দ্য কোট, আইটি বেসড এক্সটেমপোর স্পিচ, প্রেজেন্টেশন অন সায়েন্টিফিক টপিক
৪. সাইভেনচার ২১: হান্ট দ্য হিডেন
৫. টেক কন ২১: রোবোট শো-কেসিং, রোবো সকার, গুগল ইট, লাইন ফলোয়ার রোবোট কম্পিটিশন, সেলফ মেড কার রেসিং, ওয়েব পেজ ডিজাইন
৬. প্রোজেক্ট এক্সপো ২১: প্রজেক্ট এক্সিবিশন
৭. সেকন্ডস টু বিট ২১: রুবিকস কিউব সলভিং
৮. ৩১তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
৯. ওয়ার্কশপ
১০. সায়েন্স ক্লাব কনভোকেশন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর চার্লস ভিলানুয়েভা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল হক।
Discussion about this post