শিক্ষার আলো ডেস্ক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন হলের ছাত্রীরা। হলের এক ছাত্রী হঠাৎ অজ্ঞান হওয়ার ঘটনায় প্রভোস্ট কার্যকর কোন ব্যবস্থা না নেয়ায় তারা বিক্ষোভ শুরু করেন।
রোববার (০৬ মার্চ) রাত সাড়ে ৯ টা থেকে ওই হল গেটের সমানে অবস্থা নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
আন্দোলনরত ছাত্রীরা জানায়, রবিবার সন্ধ্যায় ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাজিয়া সুলতানা নামের এক ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তার সহপাঠীরা হল প্রভোস্ট অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু কাছে ফোন দিলেও তিনি কোন ব্যবস্থা নেননি । অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় বারবার ফোন করলে তিনি বিরক্তি প্রকাশ করেন।
এরপর ছাত্রীরা হাউস টিউটর শিমুল রায়কে ফোন করার পর তিনি অ্যাম্বুলেন্স পাঠান। অ্যাম্বুলেন্স আসতে দেরি এবং প্রভোস্টের অসহযোগীতার অভিযোগ তুলে ওই হলের প্রায় শতাধিক ছাত্রী বিক্ষোভ শুরু করেন।
এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাদের এসে সমাধানের চেষ্টা করেন। তবে প্রভোস্টের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।
এ বিষয়ে আন্দোলনরত ছাত্রীরা বলেন, হলের ছাত্রীদের প্রতি প্রভোস্টের খারাপ ব্যবহার, প্রভোস্টের স্বেচ্ছাচারিতাসহ হলে আরো নানান সমস্যা রয়েছে। এজন্যই আমরা তার পদত্যাগ চাইছি।
এ বিষয়ে হলের হাউস টিউটর শিমুল রায় বলেন, প্রশাসনের সাথে কথা বলেছি। আশা করছি, বিষয়টি সমাধান হয়ে যাবে।
Discussion about this post