নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন- চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) এর ‘১৭তম সিইউডিএস ডিবেট এন্ড পাবলিক স্পিকিং ওয়ার্কশপ ২০২২’ এর ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল রবিবার (৬ মার্চ) থেকে শুরু হয়েছে ফর্ম বিতরণ। আগ্রহীরা আগামি ১৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন।
সিইউডিএস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিতর্কে অনুপ্রাণিত করা এবং আদর্শ বিতার্কিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনবরত কাজ করে চলেছে। এছাড়া শিক্ষার্থীদের পেশাদার সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সিইউডিএস অগ্রণী ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় সিইউডিএস এই কর্মশালার আয়োজন করেছে।
প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট ও বিবিএ ফ্যাকাল্টির বিপরীতে অবস্থিত দুটি বুথে কর্মশালার ফর্ম পাওয়া যাবে।
উল্লেখ্য, সম্পূর্ণ মে মাস জুড়ে বিশ্ববিদ্যালয় ও সমাজের বিভিন্ন বরেণ্য ব্যক্তিত্বদের দ্বারা সাজানো হয়েছে এই কর্মশালা। সিইউডিএস এবার নবীন শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী কর্মশালার আয়োজন করেছে। এতে সিইউডিএসের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চবিসাস।
Discussion about this post