শিক্ষার আলো ডেস্ক
বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নে চলমান দুই প্রকল্পের কাজের মানের সঙ্গে কোনও আপস করা হবে না বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
শনিবার (৫ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নে চলমান দুই প্রকল্প নিয়ে আয়োজিত পৃথক দুই প্রকল্পের সভায় এ কথা জানান তিনি।
শাবিপ্রবি উপাচার্য বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নে পৃথক দুইটি প্রকল্পের কাজ চলছে। উন্নয়ন কাজের সঠিক মান নিশ্চিত করার জন্য আমরা সচেতন রয়েছি। কাজের মানের সঙ্গে কোনও আপস করা হবে না। সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা অর্থের যথাযথ ব্যবহার এবং প্রতিটি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক-প্রকৌশলী দ্বারা প্রত্যেক প্রকল্পে তদারকি কমিটি গঠন করা হয়েছে। কাজের মান নিশ্চিতে নিয়মিত এ কমিটি তদারকি করছে।’
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মা. আনোয়ারুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অতিরিক্ত পরিচালক ড. দূর্গা রানী সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মুহাম্মদ জহুরুল ইসলাম, পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের উপ-প্রধান নাজিয়া ইসলাম, মাধ্যমিক ও উচ শিক্ষা বিভাগের উপসচিব আসমা নাসরিন, এনইসি-একনেকের উপ-প্রধান নিশাত জাহান, পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের উপপ্রধান নাহিদ উল মোস্তাক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক রোকসানা লায়লা প্রমুখ।
সভার আগে শিক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চলমান দুই প্রকল্পের বিভিন্ন উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করে।
বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্য রয়েছে- শিক্ষার্থীদের জন্য আবাসিক হল নির্মাণ, একাডেমিক ভবন নির্মাণ, শিক্ষক-কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও একাডেমিক বইপত্র ক্রয়, মসজিদ নির্মাণ, ইউনিভার্সিটি স্কুলের ভবন নির্মাণ ইত্যাদি।
Discussion about this post