খেলাধূলা ডেস্ক
মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই কপিল দেবকে ছুঁয়ে ফেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন (৪৩৪)। অপেক্ষা না বাড়িয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ককে অশ্বিন ছাড়িয়ে যান দ্বিতীয় ইনিংসেই।
রোববার লঙ্কান বাঁহাতি ব্যাটার চারিথ আসালাঙ্কাকে নিজের ৪৩৫তম শিকার বানিয়ে দ্বিতীয় ভারতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বনে যান অশ্বিন। যা ভারতীয় এই অফস্পিনার কখনও কল্পনাও করেননি।
ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে অশ্বিন লিখেছেন, ‘২৮ বছর আগে তাকেই (কপিল) আমি প্রশংসায় ভাসিয়েছিলাম। অফস্পিনার হওয়ার বিন্দুমাত্র চিন্তা আমার ছিল না৷ উপরন্তু তার মতো কিংবদন্তির উইকেট সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার কথা কখনও আমি ভাবিইনি।’
৮৫ টেস্টে ৪৩৬ উইকেট নিয়ে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এখন অশ্বিন। ১৩২ টেস্টে ৬১৯ উইকেট নেওয়া অনিল কুম্বলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি৷
তৃতীয় সর্বোচ্চ ভারতীয় উইকেট শিকারি কপিল খেলেছেন ১৩১ টেস্ট। ‘৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়কের রেকর্ডটিও এসেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। ১৯৯৪ সালে আহমেদাবাদে ব্যক্তিগত ১৩০তম টেস্টে সাবেক ভারতীয় অলরাউন্ডার ছাড়িয়ে যান কিউই কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলিকে। ৮৬ টেস্ট খেলে কিউই কিংবদন্তি পেসারের সংগ্রহ ৪৩১ উইকেট।
টেস্টে সর্বোচ্চ ৮০০ উইকেট নেওয়া মুত্তিয়া মুরালিধরন খেলেছেন ১৩৩ টেস্ট। দ্বিতীয় স্থানে রয়েছেন সদ্য প্রয়াত অজি লেগস্পিনার শেন ওয়ার্ন। ১৪৫ টেস্ট খেলে লেগস্পিন জাদুকর ঝুলিতে পুরেছেন ৭০৮ উইকেট।
টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি ১০ বোলার
১। মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা): ৮০০
২। শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া): ৭০৮
৩। জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড): ৬৪০
৪। অনিল কুম্বলে (ভারত): ৬১৯
৫। গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া): ৫৬৩
৬। স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড): ৫৩৭
৭। কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ): ৫১৯
৮। ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা): ৪৩৯
৯। রবিচন্দ্রন আশ্বিন (ভারত): ৪৩৬
১০। কপিল দেব (ভারত): ৪৩৪
Discussion about this post